Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিদেশ গমনেচ্ছুদের অনলাইন নিবন্ধন: ইউডিসি, পিডিসি ও সিডিসি উদ্যোক্তার করনীয়
বিস্তারিত

কারিগরী সহায়তার জন্য কলসেন্টার নম্বর-09612016364 সাধারণ সহায়তার জন্য কলসেন্টার নম্বর-09612016345 ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্থাপিত নগর তথ্য ও সেবাকেন্দ্র (সিআইএসসি) এবং ৪২টি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডেমো) থেকে বিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারবেন। এর বাইরে কোন সাইবার ক্যাফে অথবা ব্যক্তি উদ্যোগে রেজিষ্ট্রেশন করা যাবেনা। রেজিষ্ট্রেশন পুর্বকালীন প্রস্তুতি: ১। পিআইএসসি ও ইউআইএসসি উদ্যোক্তারা জেলা প্রশাসন আয়োজিত রেজিষ্ট্রেশন বিষয়ক প্রশিক্ষণ এবং সিআইএসসি উদ্যোক্তারা সিটি কর্পোরেশন আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন; ২। স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক সহায়তা পেতে জেলা নিয়ন্ত্রন কক্ষের নম্বর (জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ফোকাল পয়েন্ট) সংগ্রহে রাখা; ৩। টেকনিক্যাল সহায়তার জন্য কলসেন্টারের নম্বর-09612016364 সংগ্রহে রাখা; ৪। নিজ নিজ এলাকায় ব্যক্তি উদ্যোগে রেজিষ্ট্রেশন বিষয়ে প্রচার প্রচারণা চালানো; ৫। কম্পিউটার/ ল্যাপটপে পিডিএফ রিডার সফটওয়্যার এবং ইন্টারনেট ব্রাউজার যেমন: মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার ইন্সটল করে রাখা; ৬। ইন্টারনেট সংযোগ চালু রাখতে মডেম দুটি রিচার্জ করে রাখা; ৭। প্রিন্টার, পর্যাপ্ত সাদা কাগজ ও ফরম এর প্রিন্টেড কপি মজুদ রাখা। রেজিষ্ট্রেশনকারী যখন রেজিষ্ট্রেশন করতে কেন্দ্রে আসবেন, তখন তাকে ফরমের প্রিন্টেড কপি দিতে হবে এবং তাকে তা পূরণ করতে অনুরোধ করতে হবে। রেজিস্ট্রেশনকারী যখন হার্ডকপি ফরম পূরণ করবেন, সে ফরমটি দেখে তিনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পূরনকৃত হার্ডকপি ফরম উদ্যোক্তা রেজিষ্ট্রেশন শেষে তার উপজেলার ইউএনও/ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা/ জেলার জেলা প্রশাসকের -এর নিকট জমা করবেন। ইউএনও/ জেলা প্রশাসক/ প্রধান নির্বাহী কর্মকর্তা এই ফরম জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিসে প্রেরণ করবেন। ৮। ব্যাকআপ ল্যাপটপ/ কম্পিউটার প্রস্তুত রাখা এবং মোবাইল ফোন দুটি (যে দুটি নম্বর ইউএনও, পৌরসভা ও সিটি কর্পোরেশন অফিসে জমা দেয়া আছে) পুরো চার্জ অবস্থায় রাখা; ৯। প্রয়োজনে বিকল্প বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখা; ১০। অতিরিক্ত দুজন ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা। নাগরিককে সঙ্গে নিয়ে আসতে হবে: ১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে ২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে ৩) জন্মনিবন্ধন সনদপত্র ৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ ৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে ৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার ৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এছাড়া রেজিষ্ট্রেশনের জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকা প্রয়োজন সে সম্পর্কে আপনার এলাকায় প্রচারনা করা প্রয়োজন। প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর। শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর) যেকোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন। এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন। রেজিষ্ট্রেশন ফি: উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন; মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি। রেজিস্ট্রেশন শেষে বিএমইটি’র মোট টাকা একত্রে উদ্যোক্তা সরাসরি বিএমইটি’র একাউন্টে Bank Account Name: Wage Earner’s Welfare Fund, Account Number: 36000969, Sonali Bank, Ramna Corporate Branch, Dhaka) জমা দিয়ে স্লিপটি ইউআইএসসি ও পিআইএসসি’র উদ্যোক্তারা জেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং সিআইএসসি’র উদ্যোক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা/ফোকাল পয়েন্টের কাছে জমা দিবেন, অথবা, যতগুলো আবেদন উদ্যোক্তা গ্রহণ করবেন, প্রতি নাগরিকের বিপরীতে উদ্যোক্তা ১৫০/- টাকা জেলা প্রশাসন/ উপজেলা প্রশাসন/ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিবেন যাতে করে তারা বিএমইটি’র একাউন্টে জমা দিতে পারেন। রেজিষ্ট্রেশন সম্পর্কীত প্রচার-প্রচারনা: রেজিষ্ট্রেশন সংক্রান্ত প্রচারনার জন্য নিজস্ব এলাকায় মাইকিং করে সাধারন জনগণকে জানাতে হবে। রেজিষ্ট্রেশনকালীন প্রস্তুতিঃ রেজিষ্ট্রেশন চলাকালীন উদ্যোক্তাদের নিম্নলিখিত বিষয়সমূহে খেয়াল রাখতে হবে: সংখ্যা করণীয়ঃ ক) রেজিষ্ট্রেশন শুরুর একদিন আগে উদ্যোক্তা তার নির্দিষ্ট মোবাইল ফোনে URL (ওয়েব ঠিকানা), User ID ও Password সম্বলিত একটি ম্যাসেজ পাবেন। এগুলো ব্যবহার করে উদ্যোক্তা লগ ইন করবেন। গ) লগ-ইন সংক্রান্ত কোনো সমস্যা হলে টেকনিকাল হেল্পডেস্ক এ (09612016364) ফোন করতে হবে। ঘ) সাধারণ ট্রাবলশুটিং এর জন্য উদ্যোক্তাগণ নিজ নিজ জেলা নিয়ন্ত্রন কক্ষে ফোন করে এ্যাসিসষ্ট্যন্ট প্রোগ্রামারদের সহায়তা গ্রহণ করবেন। ঙ) শুধুমাত্র রেজিষ্ট্রেশন সংক্রান্ত সমস্যার (ইউজার আইডি, পাসওয়ার্ড না পাওয়া, এসএমএস না পাওয়া ) ক্ষেত্রে উদ্যোক্তা সরাসরি টেকনিক্যাল হেল্প ডেস্কে ফোন করে সাহায্য চাইবেন। চ) যদি কোনো কারণে তাৎক্ষণিকভাবে জেলা নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তাদের সহায়তা গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে নিকটসস্থ জেলা আইসিটি (বিসিসি) ল্যাব সহকারি অথবা ব্যাক্তি মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানের সহায়তা নেয়া যাবে। ছ) কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ফোকাল পয়েন্ট, পৌরসভার মেয়র/কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিবকে অবহিত করার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার (ইউএনও কর্তৃক নির্ধারিত) অথবা জেলা নিয়ন্ত্রন কক্ষে অবহিত করতে হবে।

ছবি
ডাউনলোড